স্বদেশ ডেস্ক:
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সাথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনচার্জ আলী আকবর জানান, ‘টাঙ্গাইলের লোকাল ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশন থেকে সকাল ৭টা ৮ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে এই রেললাইন দিয়ে ঢাকার সাথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি