রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

শান্তির খোঁজে সৌদি আরবে জেলেনস্কি

শান্তির খোঁজে সৌদি আরবে জেলেনস্কি

স্বদেশ ডেস্ক

অবসরে যাওয়া বা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিদেশে থাকা ৯ রাষ্ট্রদূতকে পৃথক বদলির আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে রাষ্ট্রদূতদের কাছে পাঠানো আদেশে বলা হয়, ‘আপনাকে সদর দফতর, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতদের তাদের বর্তমান দায়িত্বভার অবিলম্বে ছেড়ে ঢাকায় ফিরে আসার অনুরোধ জানিয়েছে।

যাদের বদলির নির্দেশ দেয়া হয়েছে- কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই এবং গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশে ৯টি মিশনে নতুন দূত নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার। সূত্র : ইউএনবি

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877