রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান হামাসের

রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান হামাসের

স্বদেশ ডেস্ক:

রমজানে আল আকসায় ঝড় তোলার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার এক বিবৃতি আরব নেতাদের প্রতি এই আহ্বান জানান হামাস প্রধান ইসমাইল হানিয়া।

হামাসের এই সিনিয়র নেতা বলেন, দখলদার শক্তি আল আকসা মসজিদে অবরোধ দিয়ে রেখেছে। জেরুজালেম ও পশ্চিমতীরের বাসিন্দাদের ওই অবরোধ ভাঙতে হবে। রমজানের শুরু থেকেই সেখানে নিজেদের ব্যারিকেড গড়ে তুলতে হবে।

এ সময় তিনি আল-আকসা মসজিদের অবরোধ ভাঙার জন্য একটি বিস্তৃত ও আন্তর্জাতিক আন্দোলনের আহ্বান জানান।

হানিয়া বলেন, যখনই বন্দীবিনিময় চুক্তি সামনে আসে, হামাস নমনীয়তা প্রদর্শন করে। কিন্তু দখলদার সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের সহিংসতা অব্যাহতই রাখে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা ইসরাইলকে রাফা আক্রমণে নিবৃত্ত রাখবে।

হামাস প্রধান আরো বলেন, দখলদার গোষ্ঠী ও তার অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে কোনো কিছুই অর্জন করতে পারেনি। রাজনৈতিক কৌশলের মাধ্যমেও তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারবে না। সেজন্য আরব নেতাদেরকেও এগিয়ে আসতে হবে। শত্রুদের সংযত করতে তাদেরও ভূমিকা রাখতে হবে। ইসরাইলি আক্রমণকে প্রতিহত করার জন্য তাদেরও এগিয়ে আসতে হবে।

সূত্র : জেরুসালেম পোস্ট

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877