বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র নতুন কমিটি গঠিত

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র নতুন কমিটি গঠিত

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের প্রথম সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪-২০২৫ সালের জন্য গঠিত কমিটিতে

ফরিদ খান সভাপতি শরীফ শিকদার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সংগঠনের বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। খবর ইউএনএ’র।

জানা গেছে, সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি রেষ্টুরেন্টে গত ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আব্দুল হাকিম এবং সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান আনিস। সভায় আলোচনার ভিত্তিতে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও নতুন কোষাধ্যক্ষ, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যথাক্রমে মোহাম্মদ শাহজাহান, খালিদ মিঠু ও সামিনা খন্দকার-কে মনোনীত করা হয়। খুব শীঘ্রই পূর্ণ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়। সবশেষে নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় অর্ধ শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।


এর আগে সভায় সংগঠনের গত চার বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান এবং সর্বশেষ পরিস্থিতি আলোচনা করা হয়। এরপর নির্বাচন কমিশন নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন- কৃষিবীদ আব্দুর রহমান, খন্দকার আশিক শামীম, ফরহাদ তালুকদার, মোজাম্মেল হক, আওয়াল সিদ্দিকী, খন্দকার বদরুজ্জামান পিকলু ও আক্তারুজ্জামান হ্যাপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877