স্বদেশ ডেস্ক:
রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল-আরোহী দু’ভাই নিহত হয়েছে।
বুধবার গভীর রাতে দৌলতদিয়া-রাজবাড়ী মহাসড়কের মোকবুলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩৪) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।
জানা গেছে, বৃহস্পতিবার তাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা। মেজ ভাইয়ের শুক্রবার বিয়ে আর ছোটজনের শনিবার। দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে বড় ভাই মনিরুল ছোট আরেক ভাইকে সাথে নিয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি রাজবাড়ী সদরের কতমতলী গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালক মনিরুল ঘটনাস্থলেই নিহত হন। আহত সাইফুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ চালক ও হেলপার বিহীন ঘাতক ট্রাকটি এবং পরে হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়েছে।