শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

স্বদেশ ডেস্ক:

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাসময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। এতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।

৪৬তম বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে পাঠদানের জন্য ৫২০ জনকে নেওয়া হবে। িএ ছাড়া প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০ জন, পুলিশে ৮০ জন, আনসারে ১৪ জন, মৎস্যে ২৬ জন ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877