বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

বিমানে দীর্ঘ ভ্রমণে শিশুর যত্ন

বিমানে দীর্ঘ ভ্রমণে শিশুর যত্ন

আরফাতুন নাবিলা: আপনি হয়তো প্রায়ই ভ্রমণ করতে ভালোবাসেন। কিন্তু আপনার শিশুও কি ভ্রমণ ভালোবাসে? শিশুরা খুব ছটফটে হয়। আর তাই বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে তাদের কখনই ভালো লাগে না। চলুন জেনে নিই বাচ্চাদের কাছে ভ্রমণকে আনন্দপ্রিয় করার জন্য কোন দিকে খেয়াল রাখতে হবে।
পরিকল্পনা করুন আগেই: শিশুদের সঙ্গে নিয়ে ভ্রমণ করতে চাইলে এর জন্য পরিকল্পনা করতে হবে আগেই। দীর্ঘ ভ্রমণে যেন কিছু ভুলে না যান সে জন্য অন্তত সপ্তাহখানেক আগে থেকেই সবকিছু গোছানো শুরু করতে হবে। হাতে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা সময় নিয়ে এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করবেন যেন লাইনে বেশি সময় দাঁড়িয়ে থাকতে না হয়। আর ফ্লাইটে ওঠার আগে শিশুদের খেলাধুলা করে আনন্দের সময় কাটানোর জন্য আগে পৌঁছানোই ভালো।
শিশুদের জিনিস: শিশুদের ভালো লাগবে এমন জিনিস সব সময় সঙ্গে রাখা উচিত। ব্যাগে বিভিন্ন ধরনের বই বা খেলনা রাখুন। এমন কোনো জিনিস নেবেন না যেটা ফ্লাইটে নিষিদ্ধ। চকলেট, ড্রাই ফ্রুট জাতীয় শুকনো খাবার সঙ্গে রাখতে পারেন। কিছু পরিষ্কার কাপড়ও সঙ্গে রাখুন।
মোবাইল বা ভিডিও গেম: দীর্ঘ সময়ের ভ্রমণে শিশুরা ক্লান্ত হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন তাদের জন্য কিছু স্ক্রিনে দেখা যায় এমন কিছুর ব্যবস্থা রাখতে। সেটা হতে পারে মোবাইলে ভিডিও গেম খেলা, গান শোনা, সিনেমা দেখা। এতে তারা ব্যস্ত থাকবে আর ভ্রমণেও খুব বেশি মন খারাপ করবে না।
সহযাত্রীদের কথায় কান না দেওয়া: শিশুরা দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হয়ে গেলে অনেক সময় রাগারাগি বা চিৎকার করতে পারে। এ সময় সহযাত্রীদের অনেকেই অভিযোগ করতে পারেন। তাদের কথায় মনোযোগ দিয়ে শিশুকে কখনোই বকাঝকা করবেন না। বরং এ সময় শিশুর মন ভালো করার জন্য যা যা করা দরকার করুন। যদি প্রয়োজন হয় কেবিন ক্রুর সাহায্যও নিতে পারেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877