বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সাফারী পার্কে জিরাফ পরিবারে নতুন অতিথি

বঙ্গবন্ধু সাফারী পার্কে জিরাফ পরিবারে নতুন অতিথি

স্বদেশ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে জিরাফ পরিবারে এসেছে নতুন অতিথি। সম্প্রতি জন্ম নেয়া নতুন এ পুরুষ শাবকসহ বর্তমানে পার্কে জিরাফের সংখ্যা দাঁড়াল ১১টিতে। সাফারী পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন খান জানান, দর্শনার্থীদের বিনোদনের জন্য ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়েছিল। এসব জিরাফ থেকে এ পার্কে এরই আগে বেশ কয়েকবার জিরাফ শাবকের জন্ম হয়েছে। তবে অসুস্থ হয়ে কয়েকটি জিরাফের মৃত্যুও হয়েছে। এর মধ্যে গত ১৫ জানুয়ারি পার্কের সর্বশেষ একমাত্র পুরুষ জিরাফের মৃত্যু হয়। এরপর থেকে জিরাফ পরিবার ছিল পুরুষশূন্য। গত ২৭ আগস্ট এ জিরাফ শাবকের জন্ম হলেও শাবকের নিরাপত্তার কথা বিবেচনা করে এক মাসের অধিককাল পর তা জনসমক্ষে প্রকাশ করা হয়। বর্তমানে মা ও তার শাবক সুস্থ আছে। নতুন শাবকটি মায়ের দুধ পানের পাশাপাশি ঘাসও খাচ্ছে। শাবকের খাদ্যনিরাপত্তার কথা বিবেচনা করে মা জিরাফকে অতিরিক্ত কৃত্রিম খাবার দেয়া হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, জিরাফ বিদেশী প্রাণী হওয়ার পরও পার্ক কর্তৃপক্ষের নিবিড় পর্যবেক্ষণে ফের একটি শাবকের জন্ম হয়েছে। এর আগে এ পার্কের একমাত্র পুরুষ জিরাফের মৃত্যুতে আমরা আশাহত হয়েছিলাম, তবে ফের একটি পুরুষ শাবকের জন্ম হওয়ায় আশার আলো দেখা দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877