স্বদেশ ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের শত শত ইহুদি বিক্ষোভকারী ক্যালিফোর্নিয়ায় আইনসভার অধিবেশনের প্রথম দিন বন্ধ করে দেয়। রাজ্য বিধানসভা আহ্বানের কিছুক্ষণ পরেই তারা তা স্থগিত করতে বাধ্য করে।
আইন প্রণেতারা মার্কিন আনুগত্যের অঙ্গীকার পাঠ করার পর বিক্ষোভকারীরা তাদের আসনে দাঁড়িয়ে ‘এখনই যুদ্ধবিরতি’ এবং ‘গাজাকে বাঁচতে দাও’ গান গাইতে শুরু করে। চেম্বারের গ্যালারিতে ব্যানার টাঙানো ছিল, তাতে ঘোষণা করা হয় ‘ইহুদিরা আর কখনো কারো জন্য বলবে না।’
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অনুসারে, উপস্থিত প্রায় সকল আইন প্রণেতারা ফ্লোর ছেড়ে চলে যান এবং কর্মকর্তারা চেম্বারে লাইট বন্ধ করলে বিক্ষোভকারীরা উল্লাস শুরু করে। তারা তাদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গান গাইতে থাকে।
বিক্ষোভকারীরা বলেছে, ‘আমরা ইহুদি এবং ক্যালিফোর্নিয়ান, অ্যাসেম্বলির সদস্য। আমরা আপনাদের এখনই যুদ্ধবিরতির দাবিতে আমাদের সাথে যোগ দেয়ার আহ্বান জানাই।’
সূত্র : আল জাজিরা