রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

জাপানে অবতরণের সময় সংঘর্ষে বিমানে আগুন

জাপানে অবতরণের সময় সংঘর্ষে বিমানে আগুন

স্বদেশ ডেস্ক:

রানওয়েতে অবতরণের সময় জাপানের একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকেলে টোকিওর হানেদা বিমানববন্দরে এ দুর্ঘটনা ঘটে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকেতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটির জানালা দিয়ে আগুনের শিখা বের হয়ে আসছে এবং বিমানটিতে ছড়িয়ে পড়ছে।

কর্তৃপক্ষের বরাতে এনএইচকে জানিয়েছে, সাপ্পারো থেকে আসা বিমানটির একটি কোস্ট গার্ড বিমানের সাথে সংঘর্ষ হয়।

তবে বিমানটিতে থাকা ৩৭৯ জন যাত্রী ও ক্রুকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে এয়ারলাইন্সটি সূত্রে জানিয়েছে গণমাধ্যম।

জাপান কোস্ট গার্ড জানিয়েছে, তাদের বিমানটিতে থাকা ছয়জনের একজন বের হয়ে আসতে পেরেছেন। বাকি পাঁচজনের অবস্থান এখনো পরিষ্কার নয়।

জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ৫১৬ নিউ ছিটোস বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় উড়াল দেয় এবং ৫টা ৪০ মিনিটে হানেদা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

বিমানবন্দরটির একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনার পর হানেদা বিমানবন্দর তার সব রানওয়ে বন্ধ করে দিয়েছে।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877