বুধবার, ১৫ মে ২০২৪, ১০:১১ অপরাহ্ন

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মানববন্ধন

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মানববন্ধন

স্বদেশ ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে মানববন্ধন করেছে ইসরাইলি জনগণ। এ সময় সেখান থেকে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি মিডিয়া জানিয়েছে, ইসরাইলের উপকূলে সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করে কিছু মানুষ। এ সময় তারা গত ৭ অক্টোবর হামাসের এই হামলার জন্য নেতানিয়াহুর ব্যর্থতাকে দায়ী করে। পরে সেখান থেকে পুলিশ ছয়জনকে গ্রেফতার করে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আজ একই শহরে আরো বড় বিক্ষোভের আশা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার মার্কিনভিত্তিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদন বলেছে, ইসরাইলি সামরিক কর্মকর্তারা এক বছর আগেই হামাসের বৃহত্তর হামলার পরিকল্পনা পেয়েছিলেন। কিন্তু নেতানিয়াহু পরিকল্পনা সম্পর্কে সচেতন ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877