মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত, ক্ষতিগ্রস্ত ২৯টি গাড়ি

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত, ক্ষতিগ্রস্ত ২৯টি গাড়ি

স্বদেশ ডেস্ক: 

মিশরের বেহেরা গভর্নরেটের একটি মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৬টি গাড়ি ভস্মীভূত হওয়ার পাশাপাশি ২৯টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুর্ঘটনাটি ঘটে। খবর আরব নিউজ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ১৩২ কিলোমিটার (৮২ মাইল) উত্তরে এ দুর্ঘটনা ঘটে। কায়রো এবং ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ার সংযোগকারী মহাসড়কের বেহেরা গভর্নরেটের প্রধান মরুভূমির রাস্তায় শনিবার সকালে একটি বাস পার্ক করা একটি গাড়িতে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। মূলত কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরপর একের পর এক গাড়ি এসে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, একটি গাড়ির জ্বালানি ট্যাংক ছিদ্র হয়ে জ্বালানি তেল পড়ে যাওয়ার কারণে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতে ছয়টি গাড়ি পুরোপুরি পুড়ে যায়। এছাড়াও অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

egypt mapমিশর ম্যাপ

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছ, মিশরীয় আবহাওয়া কর্তৃপক্ষ একদিন আগেই মহাসড়কে ঘন কুয়াশার বিষয়ে সতর্ক করেছিল। তবে এর মধ্যেও এই দুর্ঘটনাটি ঘটে যায়।

মিশরে প্রায়ই বড় বড় দুর্ঘটনার কথা শোনা যায়। সরকারি পরিসংখ্যান অনুসারেই ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় সাত হাজার লোক মারা যায়। চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং সড়ক-মহাসড়কের খারাপ অবস্থাকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877