স্বদেশ ডেস্ক:
পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানের পূর্ব উপকূলে মঙ্গলবার সকালে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া ব্যুরোর তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগরে, হুয়ালিয়েন কাউন্টি হলের প্রায় ১২০ কিলোমিটার পূর্বে, ৫.৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে আঘাত হানে।
ভূমিকম্পের ফলে তাইওয়ানের রাজধানী তাইপেইসহ সারাদেশে ব্যাপক কম্পন অনুভূত হয়।
তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো কিছুক্ষণের জন্য ধীর হয়ে গেলেও পরবর্তীতে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।
তাইওয়ান সাধারণত ভূমিকম্পপ্রবণ এলাকা। দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।