স্বদেশ ডেস্ক:
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। এটি নির্মাণ করবেন অনন্য মামুন। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এর শুটিং। আর নির্মাতা ইতিমধ্যেই ‘দরদ’র অভিনয় শিল্পীদের নামের একাংশ প্রকাশ করেছেন। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব।
দক্ষিণ ভারতীয় এই অভিনেতা শাকিব খানের সঙ্গে এর আগেও কাজ করেছেন ‘শিকারি’ সিনেমায়। জানা গেছে, ‘দরদ’ সিনেমাতেও রাহুল দেবকে দেখা যাবে ভিলেন চরিত্রে।
এদিকে, গতকাল সোমবার রাতে নির্মাতা অনন্য মামুন এক ফেসবুক পোস্টে রাহুল দেবের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের ‘দরদ’-এ এবার যুক্ত হলেন রাহুল দেব। সামনে আরও অনেক কিছু আছে…।
অন্যদিকে, গেল রবিবার ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। ওদিনই নির্মাতা জানান, বিগ বাজেটের এই সিনেমাটি ঈদ ছাড়াই পর্দায় আসবে। আর প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিওসহ অনেকে। শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।