রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

প্রকাশ পেল ‘মুজিব’ বায়োপিকের গান ‘অচিন মাঝি’

প্রকাশ পেল ‘মুজিব’ বায়োপিকের গান ‘অচিন মাঝি’

স্বদেশ ডেস্ক:

অবশেষে ঘটছে অপেক্ষার অবসান। মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এবার প্রকাশ পেল ‘অচিন মাঝি’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন জাহিদ আকবর, সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

আগামী ১৩ অক্টোবর ২০২৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুজিব—একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির গান ‘অচিন মাঝি’।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

গত ৩১ জুলাই সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে আনকাট ছাড়পত্র দেন।

বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শ্যুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়; আর শেষ হয় ১৮ ডিসেম্বর বাংলাদেশে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877