রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

প্যারিস ফ্যাশন উইকে হেঁটে তুমুল কটাক্ষের মুখে ঐশ্বরিয়া

প্যারিস ফ্যাশন উইকে হেঁটে তুমুল কটাক্ষের মুখে ঐশ্বরিয়া

স্বদেশ ডেস্ক:

ঐশ্বরিয়া রাই বচ্চনকে এখন আর তেমন সিনেমার পর্দায় দেখা যায় না। কিন্তু আন্তর্জাতিক প্যারিস ফ্যাশন উইকের রেড কার্পেটে দেখা দিলেন অভিনেত্রী। তাতে অনেক প্রশংসার পাশাপাশি জুটেছে নিন্দাও। ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’ বলে মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে।

বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর তামিল সিনেমা ‘ইরুভার’র মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন ঐশ্বরিয়া রাই। বলিউডে তার এন্ট্রি ববি দেওলের বিপরীতে ‘অউর প্যায়ার হো গ্যায়া’ সিনেমার মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাননি অভিনেত্রী। ‘তাল’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘ধুম ২’র মতো সিনেমার মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যান। মাঝে সালমান খানের সঙ্গে সম্পর্ক ও তিক্ততার জন্য খবরের শিরোনামে উঠে আসেন ঐশ্বরিয়া রাইয়ের নাম। সেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলেই অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

বচ্চন পরিবারের বউ হওয়ার পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া রাই। মেয়ে আরাধ্যার জন্মের পর অভিনেত্রীর ছবির সংখ্যা একেবারেই কমে যায়। অবশ্য ২০২৩ সালে মণিরত্নমের ‘পন্নিয়ান সিলভন’ সিনেমার মাধ্যমে কামব্যাক করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। কিন্তু প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে হেঁটে জুটল সমালোচনা।

‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি। সুন্দরই তো ছিলেন এসব করানোর দরকার ছিল না’, ‘ওজন বেড়ে গেছে, ঠিকঠাক মেকআপও হয়নি তাই বয়স বোঝা যাচ্ছ’, অবশ্য দিনের শেষে এই তো ঐশ্বরিয়া রাই’, এমন মন্তব্য করা হয়েছে অভিনেত্রীকে কটাক্ষ করে।

কেউ আবার দাবি করেছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা, কেউ তাকে বাড়িতে থাকার পরামর্শও দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877