শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

কিশোরীর পেট প্রায় ১ কেজি চুল……!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

স্বদেশ ডেস্ক: চুল খাওয়ার অভ্যেস ছিল পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার তৈরালার এক ১৪ বছরের কিশোরীর। পেটে যন্ত্রণা ও অন্যান্য সমস্যা নিয়ে ভরতি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। বিভিন্ন পরীক্ষার পর বিশাল চুলের গোল্লার হদিশ পান চিকিৎসাকরা। এর পর অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসারা। চিকিৎসক সুমন সাহার নেতৃত্বে ছয় চিকিৎসকের এক মেডিক্যাল বোর্ড বসে শুরু হয় অপারেশন। এর পর কিশোরীর পেট থেকে প্রায় ১ কেজি ওজনের বিশাল চুলের গোল্লা বের করেন চিকিৎকরা। গত তিন বছরে ধরে চুল খেতো ওই কিশোরী। চিকিৎসার পরিভাষায় এই প্রবণতাকে বলা হয় রেপুনজেল সিনড্রোম। শেষপর্যন্ত অস্ত্রপচার করে বের করা হয় সেই চুলের গোল্লা। এই ধরনের অস্ত্রপচার ৪৩তম বলে দাবি করছেন চিকিৎসারা।
এর আগে লুধিয়ানার মহাবীরা সিভিল হাসপাতালেও এর তরুণীর পাকস্থলি থেকে ২২ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার সাইজের একটি চুলের বল উদ্ধার করেছিলেন চিকিৎসকরা। এই ধরণের ঘটনার নজির আগেও ঘটেছে ২০১৭ সালের মুম্বইয়ের এক মহিলার পেট থেকে ৭৫০ গ্রাম ওজনের চুল অস্ত্রোপচার করে বের করেছিলেন চিকিৎসকরা। মধ্যপ্রদেশেও এক মহিলার পেট থেকে উদ্ধার হয় ১.৫ কেজি ওজনের চুলের ‘বল’।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ