বিনোদন ডেস্ক:
আগামী ২ অক্টোবর ভারতজুড়ে মুক্তি পাবে বলিউডের সিনেমা ‘ওয়ার’। এই ছবির জন্য সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত হৃত্বিক রোশন। কিন্তু এর সাথে জড়িয়ে গেলো তার পুরনো প্রেমিকা কঙ্গনা রানাওয়াতের নাম।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে কঙ্গনাকে জিজ্ঞেস করা হয়েছিলো, ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি হয়ে গেছেন হৃত্বিক রোশন। তহলে কি করতেন? কঙ্গনা বেশ মজা করে এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
বলিউডের এই অভিনেত্রী বলেন, আমি কঙ্গনাকে বলতাম, দুঃখিত। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যা হবার হয়ে গেছে, আমরা একে অপরের সাথে যাই করে থাকি না কেন, এখন আমি কঙ্গনাকে বলবো, সবকিছুর জন্যই আমি দুঃখিত।’
একই ধরণের প্রশ্ন সালমান সম্পর্কে করা হলে জোড়ে হেঁসে কঙ্গনা বলেন, এমন হলে আমি মিডিয়ার কান টানতাম। তিনি বলেন, ‘প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো বেশ পক্ষপাত করে। কারণ তারা ঠিক আছে যদি সালমান এটি করেন এবং আমি যদি এটি বলি তবে তা ঠিক নয়।’
কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘জাজমেন্টাল হাই কেয়া’ ছবিতে। ছবিটি বক্স অফিসে বেশি সুবিধা করতে পারেনি। এখন তার হাতে রয়েছে তিন-চারটি ছবি এর মধ্যে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার একটি বায়ুপিকও রয়েছে।