স্বদেশ ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে বিজয়ের চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার ১৬ বছরের মেয়ে মীরার ঝুলন্ত দেহ। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয় তাকে।
মীরার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে চিকিৎসকদের ধারনা, বেশ কয়েকদিন ধরেই নাকি অবসাদে ভুগছিল মীরা। এরইমধ্যে মীরার মৃত্যুর তদন্ত করছে ভারতীয় পুলিশ।
শিগগিরই বিজয়ের ‘রথম’ সিনেমাটি মু্ক্তি পাওয়ার কথা। প্রস্তুতিও চলছে জোর কদমে। এর মাঝে এই অঘটন। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার পেয়েছেন মীরা। সে সময় অভিনেতার স্ত্রী ফাতিমা মেয়েকে নিয়ে একটি পোস্টও দেন। যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে মেয়ে মীরাকেই ফাতিমা তার শক্তির উৎস বলেন।
বিজয় ও ফতিমার মীরা ছাড়াও আরও এক কন্যা সন্তান রয়েছে যার নাম লারা। সে মীরার থেকেও বয়সে ছোট। সুরকার বিজয়ের এই সন্তানহারা হওয়ার খবরে সমবেদনা জানিয়েছেন তার সতীর্থরা।