সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

আমিরের চিত্রনাট্যকারের গল্পে ফারিণ

আমিরের চিত্রনাট্যকারের গল্পে ফারিণ

স্বদেশ ডেস্ক:

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত আছেন বলিউড অভিনেতা আমির খান। এবার তিনি প্রযোজনা করতে চলেছেন বাংলা সিনেমা। এরইমধ্যে সিনেমার প্রায় সবকিছুই চূড়ান্ত। নির্মাণ করবেন আমির প্রযোজিত ‘লাপতা লেডিস’খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। নতুন সিনেমার শিরোনাম ‘পাত্রী চাই’। আর এতে অভিনয় করবেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

ভারতের আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমাটি হচ্ছে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্প নিয়ে। চিত্রনাট্যকার বিপ্লবের ভাষ্য, ‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দস্তকে নাড়িয়ে দেওয়ার গল্প “পাত্রী চাই”।’

সিনেমায় ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। আরও আছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর। আসন্ন দুর্গাপূজার পরেই শুটিংয়ে গড়াবে এটি। আর সিনেমাটি প্রযোজনায় থাকছে প্রমোদ ফিল্মস।

এদিকে, বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে আয়োজিত হয়েছিল এক প্রতিযোগিতা। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, কেমন ভাবে তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন! সেখানে বিচারক হিসেবে আরও ছিলেন রাজকুমার হিরানি, জুহি চতুর্বেদী ও অঞ্জুম রাজাবলির মতো তারকারা। সেই প্রতিযোগিতায় চার হাজার প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র বিপ্লবের চিত্রনাট্য। পরবর্তী কাহিনি আরও রোমাঞ্চকর।

ঘটনা কোভিডের আগের। বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান তিনি। এরপর বিপ্লবের চিত্রনাট্যে ‘লাপতা লেডিস’ প্রযোজনা করেন আমির খান, যা পরিচালনা করেন কিরণ রাও।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877