স্বদেশ ডেস্ক:
মাত্র দুমাসের পরিচয়ে আমেরিকান পপ তারকা নিক জোনাসকে বিয়ের সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ে হয় তাদের। প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন তাদের।
লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন ও কাজের জগৎ, দুই দিকই সমান দক্ষতায় সামলাচ্ছেন। হলিউডের অন্যতম দামি ওয়েব সিরিজের মুখ্য চরিত্র তিনি।
‘সিটাডেল’ সিরিজে কাজ করেছেন মার্ভেল-খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে। সব মিলিয়ে এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন প্রিয়াঙ্কা।
গত আগস্ট মাস থেকে আমেরিকায় ট্যুরে বেরিয়েছেন ‘জোনাস ব্রাদার্স’। আপাতত সেই দ্য ট্যুরেই ব্যস্ত রয়েছেন জোনাস পরিবারের তিন ভাই। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে নিকের অনুষ্ঠানে হাজির হন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার নতুন সিরিজে কিংবা ছবির প্রিমিয়ারে যেমন স্ত্রীকে সঙ্গ দিতে দেখা যায় নিককে, তেমনই প্রিয়াঙ্কাও হাজির থাকেন স্বামীর অনুষ্ঠানে। সেখানেই নিকের এক অনুরাগী প্রিয়াঙ্কাকে দেখামাত্রই বলেন, ‘তুমি কি জানো, আমি নিককে বিয়ে করতে চাইতাম? তবে আমি খুশি, তুমি নিককে বিয়ে করেছ।’
পাল্টা জবাবে অভিনেত্রী বলেন, ‘আমিও ভীষণ খুশি যে আমি ওকে বিয়ে করেছি।’
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নিকের মধ্যে নিজের প্রয়াত বাবার ছাপ দেখেন তিনি। তার বাবা কোনো দিন তার মায়ের সাফল্যে হীনম্মন্যতায় ভোগেননি। বরং বরাবর উৎসাহই দিয়েছেন পেশায় চিকিৎসক স্ত্রী মধু মালতী চোপড়াকে।
প্রিয়াঙ্কা বলেন, আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনো তাতে বাধা দেননি। বরং বাবা বলতেন, সব উপার্জন তো ঘরেই আসছে! নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনম্মন্যতায় ভোগে না। বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েকগুণ বেশি।