সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

আড়ালে ক্যাটরিনা

স্বদেশ ডেস্ক:

২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন অভিনেত্রী। খুব একটা ক্যামেরার সামনে দেখা যায় না তাকে। প্রথমে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। সালমান খানের বাড়িতে ঈদের অনুষ্ঠান থেকে বেরোনোর সময় ক্যাটরিনাকে দেখে এমন গুজব ছড়ায়। শোনা যায়, ইতিমধ্যেই অভিনেত্রী পরিবার পরিকল্পনা শুরু করেছেন। সে কারণেই নাকি সংবাদমাধ্যম থেকে নিজেকে আড়াল করে রেখেছেন।

যদিও সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রিমিয়ারে স্বামী ভিকিকে নিয়ে উপস্থিত হন। তবে অল্প সময়ের জন্যই ছিলেন। বরাবর নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন ক্যাটরিনা। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, এই মুহূর্তে বেশকিছু ভালো কাজের প্রস্তাব রয়েছে তার হাতে।যার মধ্যে অন্যতম হচ্ছে ‘টাইগার-৩’।

 

২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘টাইগার’ সিরিজের দ্বিতীয় ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার মুক্তি পেতে চলেছে ‘টাইগার-৩’। এই ছবির আগে সংবাদমাধ্যমের সামনে খুব বেশি আসতে চাইছেন না অভিনেত্রী। তাই এই লুকিয়ে থাকাটা অভিনেত্রীর সচেতন সিদ্ধান্ত। এই ছবির নির্মাতাদের বেশকিছু অভিনব প্রচার কৌশল রয়েছে। ভারতের প্রায় সবক’টি বড় শহরে ঘুরে ঘুরে ‘টাইগার-৩’র প্রচার করবেন তারা। সেই সময় অভিনেত্রীকে দেখা যাবে বলেই জানাচ্ছে তার ঘনিষ্ঠ সূত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877