স্বদেশ ডেস্ক:
শুরুর ধাক্কা সামলে উঠছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সাথে মিলে মুশফিকুর রহিম চেষ্টা করছেন হাল ধরার। পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো পারফর্ম করা এই দুই ব্যাটার আজও খেলছেন সাবলীলভাবে, দলের রানের গতিও ঠিক রেখেছেন তারা।
ইতোমধ্যেই দলের সংগ্রহ তিন অংক ছুঁয়েছে। ২০.১ ওভারে দলীয় পূরণ হয়েছে। পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে তুলেছেন সাকিব-মুশফিক মিলে। সাকিব ৩৭ বলে ৩৩ ও মুশফিকের অপরাজিত আছেন ৪১ বলে ২৬ রানে।
এর আগে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নাইম শেখ ও মেহেদী মিরাজের উদ্বোধনী জুটি ভাঙে ০ রানে। মিরাজ ফেরেন গোল্ডেন ডাক মেরে। এরপর নাইম ও লিটন দাস মিলে চেষ্টা করেছিলেন। লিটনকে ১৬ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন শাহীন আফ্রিদি।
ফিল্ডিং করতে গিয়ে নাসিম শাহ চোট পাওয়ায় একটু আগেই বোলিংয়ে আসেন হারিস রউফ। তাই যেন কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে বাংলাদেশ ইনিংসের কোমর ভেঙে দেন তিনি। নাঈম শেখকে ২০ ও হৃদয়কে ফেরান ২ রানে।