শনিবার, ০১ Jun ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়া ছাড়া কোনো সেক্টর কমান্ডার যুদ্ধক্ষেত্রে ছিলেন না: মির্জা আব্বাস দুবাই নিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতেন তারা চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা, চলবে যত দিন ‘অল আয়েস অন রাফা’ : বিশ্বজুড়ে যা প্রায় ৫০ মিলিয়ন লোক শেয়ার করছে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই সরকার রাখেনি : রিজভী রোহিঙ্গাদের নিয়ে করা আশঙ্কার আলামত দেখা যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন ১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : মোমেন পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র পারফেক্ট নয় : ওবায়দুল কাদের রাত ১২টায় বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিমানবন্দরে আটকা হাজার হাজার কর্মী
‘বাংলাদেশ আমেরিকার করদরাজ্য নয়’

‘বাংলাদেশ আমেরিকার করদরাজ্য নয়’

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং কখনো আমেরিকার করদরাজ্য ছিল না এবং হবেও না। কারণ আমরা মহান মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি।

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের অধীনে পরিকল্পিত সিরিজ বোমা হামলা ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লা চত্বরে এক বিশাল সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।

সভার সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, চিহ্নিত অগ্নি-সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং সন্ত্রাস ও সকল অপকর্মের কুলাঙ্গারেরা মাঠে নেমেছে। আমরা লক্ষ্য করছি, নাগিনীর বিষাক্ত নিঃশ্বাস চারিদিকে। এই অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না এবং যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো হবে বা জানমালের ক্ষতি করা হবে, সেখানেই তৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগের জন্ম আন্দোলন, সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে। বিগত ৭৪ বছরে এ জাতির যত সাফল্য অর্জিত হয়েছে, তা আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিজয় এবং শেখ হাসিনার নেতৃত্বে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আওয়ামী লীগ কোনো অপশক্তির রক্তচক্ষুকে পরোয়া করে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্যই আমাদের শক্তির উৎস। যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে সব সময় মাঠে থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুরুব্বি এবং পৃথিবীর সকল অঘটন দুর্ঘটনার খলনায়ক মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়েছে। প্রশ্ন করি, তারা কোন মুখে মানবতা ও গণতন্ত্রের কথা বলে? তাদের পার্লামেন্টেও তারা সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে। আন্দোলনকারীদের মনে রাখা উচিত, কোন বিদেশী শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত, ১৯৭১ সালে তারা বঙ্গোপসাগরে ৭ম নৌবহর পাঠিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশের নিশ্চিত স্বাধীনতা অর্জনকে ভূলুণ্ঠিত করতে পারেনি।

তিনি বলেন, আমরা ক্ষমতাসীন দলে আছি – আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মানসিক গঠন প্রকৃতি থেকে সরে আসতে হবে এবং প্রমাণ করতে হবে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবোই। এই প্রত্যয় ধারণ করতে পারলে কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। তিনি ১৭ আগস্টের কুশীলবদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, সাংস্কৃতিক সম্পাদক মো: আবু তাহের, উপ-প্রচার সম্পাদক মো: শহিদুল আলম, নির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, রোটারিয়ান মো. ইলিয়াছ, থানা আওয়ামী লীগের মো: আবুল মনছুর, মো: মঈনুদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী আবুল কাশেম, রুহুল আমিন তপন, সাইফুল আলম বাবু, মো. ইলিয়াছ সরকার, সাইফুদ্দিন খালেদ সাইফু, ইফতেখারুল আলম জাহেদ, লুৎফুল হক খুশি প্রমুখ।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877