স্বদেশ ডেস্ক:
এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে স্প্যানিশ দ্বীপ টেনেরিফ। দাবানলের তাণ্ডবে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন দ্বীপের পাঁচ গ্রামের মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, তারা মাউন্ট টেড আগ্নেয়গিরির কাছাকাছি বনগুলোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে আরেকটি জায়গায় আগুন লেগে গেছে বলে জানিয়েছেন তারা।
টেনেরিফ কাউন্সিলের রোসা ডেভিলা বলেন, আকাশপথে পানি দেওয়া জরুরি কারণ এখানকার পথ দুর্গম। দাবানল ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
আরাতে, শিভিসায়া, মিডিয়া মোনতাহা, আজার্ফোনা ও লাস লাগুনেতাস গ্রাম থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। টেনেরিফের জরুরি সেবা বিষয়ক প্রধান পেদ্রো মার্টিনেজ বলেন, বেশ কয়েক জায়গায় আগুন লেগেছে।