স্বদেশ ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ অন্যান্য দেশের সাথে যৌথ মহড়াসহ সামরিক সহযোগিতার বিকাশ ঘটাতে প্রস্তুত। ভ্লাদিমির পুতিন সোমবার এক বার্তায় ওই প্রস্তুতির কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা তাস আরো জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন ইন্টারন্যাশনাল মিলিটারি ফোরাম ‘আর্মি ২০২৩’ এর সূচনায় দেয়া এক বার্তায় অন্যান্য দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির কথা জানান।
তিনি বলেন, আমরা কর্মীদের প্রশিক্ষণ দেয়া, সৈন্যদের দক্ষতা বৃদ্ধি করা এবং যৌথ মহড়াসহ বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী।
আগের মতো এবারো ফোরামের অবকাশে রপ্তানি চুক্তিসহ গুরুত্বপূর্ণ বহু চুক্তি স্বাক্ষর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুতিন।
তিনি আশ্বস্ত করেছেন, এই ফোরাম উদীয়মান বহুমেরুকেন্দ্রিক বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়ন ঘটাবে।
ইন্টারন্যাশনাল মিলিটারি ফোরাম ‘আর্মি ২০২৩’ এবার পশ্চিম মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে এই অ্যাসেম্বলি চলবে ২০ আগস্ট পর্যন্ত।
৭টি দেশের ৮৫টি কোম্পানিসহ এতে প্রায় দেড় হাজা র প্রতিরক্ষা কোম্পানি অংশ নিয়েছে।