স্বদেশ ডেস্ক:
শুরুতে আলোড়ন সৃষ্টি করলেও যতই দিন যাচ্ছে ততই স্তিমিত হয়ে পড়ছে টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত থ্রেডস।
সংস্থার প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এরই মধ্যে থ্রেডসের অর্ধেকের বেশি গ্রাহক কমে গেছে। শুরু হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ব্যবহারকারী প্ল্যাটফর্মে পরিণত হয় থ্রেডস। আর তাতেই টুইটার কর্ণধার মাস্কের কপালে চওড়া ভাঁজ লক্ষ কড়া যায়।
নানা হুমকিও ধেয়ে আসতে থাকে থ্রেডসকে লক্ষ্য করে। মেটা কর্ণধার মার্ক জাকারবার্গ কর্মীদের সঙ্গে আলোচনায় বলেছেন, যদি ১০০ মিলিয়ন মানুষ সাইন আপ করে তবে সেটা দারুণ ব্যাপার। এমনকি অর্ধেক ব্যবহারকারীও যদি প্ল্যাটফর্মটি প্রতিনিয়ত ব্যবহার করে তবে সেটাও বেশ ভালো। কিন্তু থ্রেডসের ক্ষেত্রে আমরা এখনো এ অবস্থায় পৌঁছাতে পারিনি।
থ্রেডসের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স জানিয়েছেন, থ্রেডসে ব্যবহারকারীদের ফেরাতে আকর্ষণীয় সব ফিচার যুক্ত করা হবে।
সূত্র : আজকাল