বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

হামলার পরদিনই মধুর ক্যান্টিনে ছাত্রদল

হামলার পরদিনই মধুর ক্যান্টিনে ছাত্রদল

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গতকাল সোমবার ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এর পরের দিনই আজ আবার মধুর ক্যান্টিনে এসে উপস্থিত হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে প্রবেশ করে।

জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, তারা সুষ্ঠু সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করেন বলেই হামলার পরও ক্যাম্পাসে এসেছেন।

এ সময় গতকালের হামলার বিষয়ে আজ প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন সাংবাদিকসহ ছাত্রদলের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন শ্যামল।

তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস আমাদের সময়কে জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে দণ্ডিত আসামি তারেক রহমানকে নিয়ে শ্লোগান দেওয়ায় সাধারণ ছাত্ররা ছাত্রদলকে প্রতিহত করেছে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় জগন্নাথ হল ছাত্রলীগের ক্রীড়া সম্পাদকসহ ছাত্রলীগের বেশ কয়েকজন আহত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877