মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

গৃহযুদ্ধের মুখে সুদান : গুতেরেস

গৃহযুদ্ধের মুখে সুদান : গুতেরেস

স্বদেশ ডেস্ক:

জাতিসঙ্ঘের প্রধান রোববার জানিয়েছেন, সুদানের যুদ্ধ কার্যত গৃহযুদ্ধের চেহারা নিয়েছে।

শনিবার সুদানের রাজধানী খার্তুমের কাছে একটি ভয়াবহ বিমান হামলা হয়েছে। তাতে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। যার মধ্যে নারী এবং শিশুও আছে। প্রেসিডেন্টের রাজপ্রাসাদের খুব কাছে ওই ঘটনা ঘটেছে। সেই ঘটনার নিন্দা করতে গিয়েই গৃহযুদ্ধের উল্লেখ করেছেন অ্যান্তোনিও গুতেরেস।

রোববার গুতেরেসের মুখপাত্র তার বিবৃতি পড়ে শুনিয়েছেন। সেখানে জাতিসঙ্ঘের প্রধান জানিয়েছেন, সুদানের লড়াই গোটা আফ্রিকায় আশঙ্কা তৈরি করেছে। আফ্রিকার রাষ্ট্রগুলো সুদান নিয়ে চিন্তিত। সুদানের যুদ্ধ অন্য দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশের উপর প্রভাব ফেলছে।

সুদানের পরিস্থিতি ভয়াবহ। কয়েক লাখ মানুষ গৃহহীন। তারা পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন। কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তার মধ্যে বহু শিশু এবং নারী আছে। বেসামরিক মানুষের উপর অত্যাচার চলছে বলেও অভিযোগ করেছেন গুতেরেস।

সুদানের সামরিক প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা সামরিক বাহিনীর প্রধান মোহাম্মেদ হামদান দাগার মধ্যে প্রবল লড়াই চলছে। দাগা রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করছেন। অভিযোগ, দাগা শহরের মাঝখানে তার ঘাঁটি তৈরি করেছেন। জোর করে বেসামরিক মানুষকে লড়াইয়ে নামতে বাধ্য করছেন তিনি।

অন্যদিকে, বুরহান একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তাতে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে। দাগার দাবি, শনিবারের বিমান হামলায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

সুদানের আধা সামরিক বাহিনীর প্রধানকে রাশিয়ার ভাগনার সেনা সাহায্য করছে বলে অভিযোগ উঠেছে। যদিও এর সত্যতা জানা যায়নি। ভাগনার সেনাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অতীতে এই দাবি তারা অস্বীকার করেছিল।

সব মিলিয়ে সুদানের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। জাতিসঙ্ঘ জানিয়েছে, এই পরিস্থিতি চলতে থাকলে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে সুদানের অবস্থা আরো দুর্বিসহ হয়ে উঠবে। প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে পড়বে দেশটি।
সূত্র : ডয়চে ভেলে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877