মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

বিপদে বাংলাদেশ, সাকিব-মুশফিকের বিদায়

বিপদে বাংলাদেশ, সাকিব-মুশফিকের বিদায়

স্বদেশ ডেস্ক:

বিপদে বাংলাদেশ, নেমেছে ব্যাটিং ধ্স। সাকিব পারেননি হাল ধরতে, দ্রুত ফিরেছেন মুশফিকও। পাঁচ বল আর ৩ রানের ভেতর ফিরেছেন দু’জনে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট ১১২ রান। মাঠে তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন।

ওয়ানডেতে আবারো ব্যর্থ সাকিব। দলের বিপদে হাল ধরতে পারলেন না তিনি, পারলেন না নিজের নামের সুবিচার করতে। আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে মোহাম্মদ নাবিকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৩৮ বল থেকে মোটে ১৫ রান আসে সাকিবের ব্যাটে।

আজ একেবারেই সাবলীল ছিলেন না সাকিব। ব্যাট হাতে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। একটি বলও পারেননি স্বাচ্ছন্দ্যে খেলতে। মাত্র ৩৯.৪৭ স্ট্রাইকরেট তারই প্রমাণ বহন করে। এছাড়া ৬ ওভারের বেশি বলখেলেও একটি বাউন্ডারি হাঁকাতে পারেননি সাকিব।

১০৯ রানে সাকিবের বিদায়ের পর মাঠে আসেন মুশফিক। তবে মিস্টার ডিপেন্ডেবল তকমাটার মূল্য দিতে পারেননি তিনি। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার ফেরেন ৩ বলে ১ রান করে। মুশফিকের স্ট্যাম্প ভাঙেন রাশিদ খান।

এর আগে ব্যাটিং ধসে পরে বাংলাদেশ। ৬.৫ ওভারে ৩০ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। তামিম ইকবাল ফিরেন ২১ বলে ১৩ রান করে। ৫ বলের মাঝে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দল। ফেরেন শান্ত ও লিটন দাস। লিটন দাস ৩৫ বলে ২৬ ও শান্ত ফেরেন ১৬ বলে ১২ রান করে৷ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন দু’জনে।

এরপর প্রায় ঘণ্টাখানেক সময় বৃষ্টিতে বন্ধ থাকে খেলা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877