মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

সিঁড়ি থেকে পড়ে নায়িকার মৃত্যু

সিঁড়ি থেকে পড়ে নায়িকার মৃত্যু

স্বদেশ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নায়িকা পার্ক সু রিউ সিড়ি থেকে পড়ে মারা গেছেন। ২৯ বছর বয়সী এ নায়িকা দেশটির রোমান্টিক টিভি সিরিজ ‘স্নোড্রপ’-এর জন্য ব্যাপকভাবে নাগরিকদের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে তার এমন মৃত্যুরে দর্শকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, জেজু আইল্যান্ডে এ নায়িকার গানের অনুষ্ঠান ছিল। এর আগে গত শনিবার নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। তখনই একটি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসকেরা প্রথমে এ নায়িকার ব্রেইন ডেথের কথা ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে পার্ক সু রিউ-এর অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নায়িকার মা কোরিয়ান বিনোদন পোর্টাল সোমপিকে বলেন, শুধুমাত্র তার ব্রেইন অচেতন কিন্তু তার হার্ট এখনো কাজ করছে। অনেকে আছেন যাদের অঙ্গের প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়েছে, পার্কের শেষকৃত্য দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল ৪ টায় শুরু হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার সকালে শেষ হবে। পার্ক সু রিউ ২০১৮ সালে প্রথমবার ক্যামেরায় অভিনয়ে হাতেখড়ি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877