স্বদেশ ডেস্ক:
একমাত্র ছেলে ইজহান মির্জা মালিককে পবিত্র কুরআনের হাফেজ বানাতে চান পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।
শনিবার জিও নিউজের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে মালিকের এই ইচ্ছার বিষয়টি উঠে আসে।
সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হন মালিক। সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন- ছেলে ইজহানকে কি ক্রিকেটার বানাবেন?
এমন প্রশ্নের উত্তরে শোয়েব মালিক বলেন, আমার ছেলে ক্রিকেটার হোক কিংবা অন্য কোনো কিছু- আমি এমন কোনো জোর করব না।
তবে শোয়েব মালিকের স্বপ্ন- ইজহান পবিত্র কুরআনের হাফেজ হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ইচ্ছা সে পবিত্র কুরআন হিফজ করুক।
শোয়েব মালিক বলেন, এর বাইরে আমার ইচ্ছা- সে ভালোভাবে পড়াশোনা করবে এবং সবাইকে সম্মান করবে। ছেলের কাছ থেকে এতটুকুই চাওয়া আমার। এর বাইরে আমার কোনো চাওয়া নেই। সে যা ইচ্ছা তাই করতে পারে।
সূত্র : জিও নিউজ