স্বদেশ ডেস্ক:
কক্সবাজার শহরের কলাতলী থেকে ইয়াবাসহ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পরিদর্শক রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলি পাশাকে (৪৪) আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে শহরের কলাতলীর গ্রীন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
আটক রেজাউল করিম কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএন পুলিশের আলীখালী ক্যাম্পে উপ-পরিদর্শক হিসেবে গত ৭ মাস ধরে কর্মরত আছেন। তিনি সিরাজগঞ্জ জেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ আঞ্চলিব জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে গ্রীন লাইন পরিবহনে করে ইয়াবার একটি চালান যাবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউলের স্ত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।