স্বদেশ ডেস্ক:
ভারতের অযোধ্যায় পৌরসভা নির্বাচনে একটি ওয়ার্ডে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন এক মুসলিম তরুণ। তার নাম সুলতান আনসারি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন শহরের রাম অভিরাম দাস ওয়ার্ডে। হিন্দুপ্রধান সেই ওয়ার্ডে সুলতানের জয়ে খুশি হিন্দু-মুসলিম সবাই।
শনিবার প্রকাশিত পৌরসভা নির্বাচনের ফল বলছে, অযোধ্যার মেয়র ভোটে জিতেছে বিজেপি। অযোধ্যার মোট ৬০টি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছে ২৭টি ওয়ার্ডে। এসপি জিতেছে ১৭টি ওয়ার্ড এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। তার মধ্যে অন্যতম রাম অভিরাম দাস ওয়ার্ড। সেখানেই জয়ী হয়েছেন সুলতান।
জয়ী সুলতান বলেন, ‘‘আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। যত দূর জানি, আমার পূর্বপুরুষ গত ২০০ বছর ধরে এখানকার বাসিন্দা। ভোটে লড়ার ইচ্ছের কথা প্রথম যখন আমার হিন্দু বন্ধুদের জানাই, তারা সমস্বরে আমাকে সমর্থন করে। ওরাই আমার হয়ে খেটেছে।’’
ওই ওয়ার্ডের বাসিন্দা অনুপ কুমার বলছেন, ‘‘মানুষ বাইরে থেকে অযোধ্যাকে দেখেন আর ভাবেন এখানে মুসলিম ধর্মাবলম্বীরা থাকেন কী করে! কিন্তু এখন দেখুন, মুসলিমরা যে থাকেন শুধু নয়, তারা অযোধ্যায় ভোটেও জেতেন।’’
ওই ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী সৌরভ সিংহ বলছেন, ‘‘অযোধ্যা গোটা দুনিয়ায় রামমন্দিরের জন্য বিখ্যাত হয়েছে ঠিকই কিন্তু এখানে মুসলিমদেরও পবিত্রস্থান আছে। আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে হবে।’’
সূত্র : আনন্দবাজার