স্বদেশ ডেস্ক:
হেসে উঠলো অধিনায়কের ব্যাট, দলের প্রয়োজনে ছড়াচ্ছে আলো। শেষ ১০ ওয়ানডেতে এই প্রথম অর্ধশতকের দেখা পেলেন তামিম ইকবাল খান। যা তার ক্যারিয়ারের ৫৬তম অর্ধশতক। তবে লিটন দাসের পর বিদায় নিয়েছেন তৌহিদ হৃদয়ও।
রোববার ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এসে অর্ধশতক ছুঁয়েছেন তামিম। প্রথম দুই ম্যাচে ১৪ ও ৭ রান করে ফেরার পর অর্ধশতক হাঁকিয়েও মাঠে আছেন তিনি। ৬১ বলে পূরণ করেন এ মাইলফলক।
তার অর্ধশতকে দিশা খুঁজছে দলও, ২৮ ওভার শেষে ১৫৯ রান তুলেছে বাংলাদেশ। তবে হারিয়ে ফেলেছে ৪ উইকেট। অভিষিক্ত রনি তালুকদার ১৪ বলে ৪ ও নাজমুল হোসেন শান্ত ভালো শুরু পেয়েও ফেরেন ৩২ বলে ৩৫ রান করে।
এরপর লিটন দাস আশা দেখালেও ইনিংস বড় করতে পারেননি, আউট হন ৩৯ বলে ৩৫ রান করে। আর সর্বশেষ তৌহিদ হৃদয় ফিরেছেন ডকরেলের বলে আউট হয়ে, ১৭ বলে ১৩ রান করে।