বুধবার, ১৫ মে ২০২৪, ১০:১১ অপরাহ্ন

রাশিয়ার ১৮ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

রাশিয়ার ১৮ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

স্বদেশ ডেস্ক:

টানা চারদিনের মধ্যে তৃতীয়বারের মতো ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার ছোড়া ২৪ টি কামিকাজে ড্রোনের মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিয়েভের সিটি প্রশাসন বলছে, ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে ছোড়া সকল ড্রোন ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে কিয়েভ সিটি প্রশাসন আরও বলছে, ব্যালিস্টিক ধরনের শাহেদ যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া কিয়েভে আক্রমণ করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড বলেছেন, কৃষ্ণ সাগরের উপকূলীয় শহর ওডেসায় ১৫টি শাহেদ কামিকাজে ড্রোনের মধ্যে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ১২টি ধ্বংস করেছে। বাকি তিনটি ড্রোন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আঘাত হেনেছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ওডেসা ও ঝাপোরিঝজিয়াতেও হামলার রিপোর্ট এসেছে। এর আগে গতকাল রাশিয়া দাবি করেছে, গত মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। রাশিয়া এ হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে।

 

তবে ইতিমধ্যে এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে এরই মধ্যে এ হামলার পাল্টা জবাব দেওয়া হবে হুমকি দিয়েছে রাশিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877