মেষ: মেষ রাশির জাতক জাতিকার আজ দিনটি স্বাভাবিক কাটবে তবে অপ্রত্যাশিতভাবে আইনগত জটিলতার মধ্যে পড়তে পারেন। চেষ্টা করুন এড়িয়ে চলার। স্ত্রীর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।
বৃষ: বৃষ রাশির জাতক জাতিকার আজ ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা প্রবল। অর্ধাঙ্গিনীর সাহায্য পেতে পারেন। অংশিদারী কাজে বন্ধুর সাহায্য পাওয়া সম্ভব।
মিথুন: মিথুন রাশির জাতক জাতিকার আজ ব্যবসায় উন্নতির যোগ আছে। কর্মস্থলে সহকর্মীদের সাথে হৃদ্যতা বৃদ্ধি পাবে। সম্পর্কে ভালোবাসা বাড়বে।
কর্কট : প্রতিযোগিতায় অন্যকে আপনি সহজেই হারাতে পারবেন, শুধু দরকার মনোবল। তবে এই সপ্তাহে আপনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলেই ভাল ফল পাবেন।
সিংহ: এই সময় বড় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। তবে সময় এখন কিন্তু পেছন ফিরে তাকাবার। তবে জমে থাকা হাতের কাজগুলি আগে শেষ করুন।
কন্যা: আক্রমণাত্মক মনোভাব বাদ দিয়ে সুন্দরভাবে কথা বলুন। এতে সম্পর্ক যেমন ভালো থাকবে, তেমন আপনার কাজটাও সহজেই আদায় হয়ে যাবে।
তুলা : এই রাশির জাতক জাতিকারা অশান্তি কাটিয়ে দিয়ে মনের প্রশান্তি বজায় রাখুন। শান্তি লাভের মতো অনেক কিছুই এ সপ্তাহে ঘটবে। সেগুলি স্বরণ করুন।
বৃশ্চিক- একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে।
ধনু: এ সপ্তাহে আপনার মানসিক শক্তির বিকাশ ঘটবে। আপনি যেমন নিজে জাগবেন, অন্যকেও জাগাবেন। এটা হবে আপনার করা এক মহান কাজ।
মকর: এই সময় আপনাদের আয় উপার্জন বাড়তে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। বিশেষ কোনো কারণে ব্যয় বাড়বে।
কুম্ভ- প্রেমে আঘাত আসতে পারে। সন্তানের কারণে চিন্তা ও খরচ বাড়তে পারে। কোথায় বিনা কারণে অজথা অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। তবে ভ্রমণের ভাল যোগ আছে। দূরে কোথাও ঘুরে আসুন ভালো কাটবে।
মীন- চাকরির জায়গায় বেশ উন্নতির সুযোগ আসতে পারে। আপনার কাজে সবাই খুশি হবেন। বাইরের কোনও লোকের জন্য আজ খরচ বাড়বে। ব্যবসায় ভাল লাভ করবেন একটু বুদ্ধি কাজে লাগান।