স্বদেশ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরে এলো ফিক্সিং কাণ্ড। এবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। তবে এই ডানহাতি সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানিয়ে দেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইতোমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা যায়, সম্প্রতি সিরাজ এক অজানা ব্যক্তির কাছ থেকে ফোন পান। সেই ব্যক্তি নিজেকে বাসচালক বলে পরিচয় দেন। সে নাকি পেশাদার কোনো জুয়াড়ি নন। হায়দ্রাবাদের সেই বাসচালক আইপিএলের ম্যাচগুলিতে নিয়মিত জুয়া খেলেন। সম্প্রতি জুয়া খেলতে গিয়ে বহু টাকা ক্ষতি হয়েছে তার। এর পরেই ব্যাঙ্গালুরু দলের ভেতরের খবর জানতে চেয়ে সিরাজকে ফোন করেন তিনি।
এ নিয়ে বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘সিরাজ সঙ্গে সঙ্গে বোর্ডকে এই খবর জানায়। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার আধিকারিকরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন। সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।’
আইপিএল অবশ্য আগেও ম্যাচ গড়াপেটার ঘটনা ঘটেছে। এই অপরাধে ২০১৩ সালে শ্রীসান্ত, অঙ্কিত চহ্বান ও অজিত চাণ্ডিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া চেন্নাই দলের তৎকালীন শীর্ষ কর্মকর্তা গুরুনাথ মেইয়াপ্পানকেও গ্রেপ্তার করা হয়। চেন্নাই এবং রাজস্থান দলকে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে দু’বছর করে নির্বাসিত করা হয়েছিল।