স্বদেশ ডেস্ক:
শাওয়াল মাসের চাঁদ আগামী শুক্রবার দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাহলে ২৯টি রোজার পর ঈদ হবে শনিবার। আর চাঁদ শনিবার দেখা গেলে ঈদ হবে রোববার। তখন ৩০টি রোজাই রাখতে পারবেন দেশের মুসলিমরা।
রীতি অনুযায়ী ঈদুল ফিতর উদ্যাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, খালি চোখে চাঁদ দেখার শর্তে চন্দ্র মাস শুরু হয়।চলতি হিজরি সনের শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১ দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়ীত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড।