স্বদেশ ডেস্ক:
দেশের বিদ্যুৎ উৎপাদন আরো বেড়েছে, মঙ্গলবার রাত ৯টায় উৎপাদন ১৫ হাজার ৬২৬ মেগাওয়াটে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।
বিদ্যুৎ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাত ৯টায় পূর্ববর্তী ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট উৎপাদনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে দেশ।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা বলেছেন, ডিজেল-চালিত ও গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রের বিশ্রামের কারণে এই নতুন রেকর্ড হয়েছে।
তারা আরো বলেন, বাংলাদেশের জন্য আদানি পাওয়ার-নির্মিত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানিও এক্ষেত্রে ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৭৫৯ মেগাওয়াট আমদানি শুরু করেছে।
তারা বলেছে যে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের দাম এখনো নিষ্পত্তি হয়নি, তবে কর্মকর্তারা বলেছেন যে আদানি গ্রুপের বিদ্যুতের শুল্ক প্রতি ইউনিট ১৪ টাকার ওপরে হতে পারে এবং যেখানে গড় উৎপাদন খরচ ৭ টাকার কম।
বর্তমানে বাংলাদেশের স্থাপিত গ্রিডের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের বেশি।
সূত্র : ইউএনবি