স্বদেশ ডেস্ক:
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার বলেছেন, ২০৩৫ সালের মধ্যে চীনের প্রায় দেড় হাজার পারমাণবিক ওয়ারহেড থাকবে বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটনে একটি অস্ত্র নিয়ন্ত্রণ সম্মেলনে তিনি বলেন, ‘দীর্ঘ মেয়াদে আমাদের আরো বিপজ্জনক ও প্রতিযোগিতামূলক বিশ্বের প্রতি দৃষ্টিভঙ্গি নতুন করে ভাবতে হবে এবং মানিয়ে নিতে হবে। এর অর্থ হল চীনের সাথে জড়িত হওয়া। যার ২০৩৫ সালের মধ্যে দেড় হাজার ওয়ারহেড থাকবে।’
তিনি বলেন, ‘একটি বৈশ্বিক শক্তি হিসেবে চীনের বৈশ্বিক দায়িত্ব রয়েছে। বেইজিংও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির স্বচ্ছতা, পূর্বাভাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে উপকৃত হবে।’
স্টলটেনবার্গ আরো বলেন, ‘ন্যাটো একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের পারস্পরিক সুবিধার জন্য চীন এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জড়িত।’
সূত্র : বাসস