স্বদেশ ডেস্ক:
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের-১১৫ পুলিশ প্রিসিংক্টের কমান্ডিং অফিসার জামিল আত তাহেরিকে বিদায় জানানো হয়েছে। সেই সঙ্গে তার স্থলে নতুন অফিসার এইলীন ডাউনিংকে স্বাগত জানায় প্রিসিংক্টের অধীন কমিউনিটি নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে প্রিসিক্টের জমকালো এক অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি নেতৃবৃন্দ যোগ দেন। বাংলাদেশি-আমেরিকান সংগঠন কেয়ার কুইন ও এএআই টিভি কর্তৃক প্রদত্ত প্রেসিডেন্ট বাইডেনের সেবা মূলক সনদপত্রটি বিদায়ী কমান্ডিং অফিসার আত তাহেরীকে হস্তান্তর করেন মোহাম্মদী সেন্টারের স্বেচ্ছাসেবী সংগঠন এন্টি টেরোরিজম এওয়্যারন্যাস ইউনিটের পরিচালক এবং প্রিসিক্টের সাবেক গেস্ট স্পীকার ইমাম কাজী কায়্যূম।
এ সময় তিনি প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক প্রেরিত ব্যাজটিও তাকে পরিয়ে দেন। এরপর কমিউনিটি বোর্ড-৩ সহ একে একে অনেকগুলো সংগঠন তাদের নিজ নিজ সাইটেশন ও প্রশংসাপত্র প্রদান করেন তাহেরিকে। বাংলাদেশি নেতৃবৃন্দের মধ্যে উদীয়মান এক্টিভিষ্ট ফাহাদ সুলাইমান, হাজী আব্দুর রহমান, ফরিদা ইয়াসমিন, ব্যবসায়ী আসেফ বারী টুটুল, গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, জে জে জয়, হাওলাদার রহিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে এক বিশাল ইফতারের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এসময় এক প্রতিক্রিয়ায় তাহেরি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।