স্বদেশ ডেস্ক:
আধুনিক চিকিৎসা সেবার আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ডায়ানা মেডিক্যালের পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রবাসের জনপ্রিয় ব্যক্তিত্ব মার্শাল মুরাদ। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে আরো কাজের পরিধি বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএমটি গ্লোবালের সেবাসমূহের মধ্যে রয়েছে- কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি, গাইনোকলজি, আইভিএফ, অর্থোপেডিক্স এন্ড হিপ রিপ্লেসমেন্ট, প্লাস্টিক সার্জারি, পেনাইল ইমপ্ল্যান্ট, ডেন্টাল, ইএনটি, ইন্টারনাল মেডিসিন এবং অন্যান্য।
জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর মার্শাল মুরাদ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভারত ভ্রমণে বিশ্বমানের সাস্থ্য সেবা এবং মেডিক্যাল ট্যুরিজমের আয়োজন করেন। তিনি জানান, মাত্র ১৪৯৯ ডলারে ৬ দিন ও ৫ রাতের প্যাকেজে ভারতের দিল্লি, আগ্রা, আজমীর শরীফ ভ্রমণ করা যাবে।
প্যাকেজটিতে দিল্লির রেড ফোর্ট, ইন্ডিয়া গেট, দিল্লি জামে মসজিদ, কুতুব মিনার, নিজাম উদ্দিন দরগাহ, স¤্রাট হুমায়ুনের সমাধি, অক্ষরধাম ও লোটাস মন্দিরের মত ঐতিহাসিক স্থান ভ্রমন করা যাবে। এছাড়া আগ্রার তাজমহল, মথুরা বৃন্দাবন, আজমীর শরীফ দরগাহ ও পিঙ্কসিটি খ্যাত জয়পুর শহরও ভ্রমণ করা যাবে এই প্যাকেজের আওতায়। সেইসঙ্গে থাকছে ফ্রি মেডিকেল চেকআপও।
অসুস্থ্য রোগী থেকে শুরু করে প্রতিটি ভ্রমন পিপাসু পর্যটককে এয়ারপোর্ট থেকে আনা নেওয়ার ব্যবস্থা থাকবে। পাঁচ তারকা হোটেলে থাকা খাওয়ার সুবিধা, সকালের বুফে নাস্তা, পরিবহন সেবা, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা, একটি জরুরি সিম কার্ড ও ১ জন ট্যুরিস্ট গাইড থাকবে পর্যটকের চাহিদা অনুযায়ী।