সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের নতুন কমিটি কামরুজ্জামান সভাপতি শফিক সাধারণ সম্পাদক

ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের নতুন কমিটি কামরুজ্জামান সভাপতি শফিক সাধারণ সম্পাদক

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন হাউজিং সোসাইটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের দুই বছর ময়াদি নতুন কমিটি গঠনকরা হয়েছে।এতে মোঃ কামরুজ্জামান সভাপতি এবং শফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত ২৯ মার্চ বুধবারসন্ধ্যায় ব্রঙ্কসের খলিল চাইনিজে সংগঠনের বার্ষিক সাধারন সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন,শেফ খলিলুর রহমান-সহ সভাপতি,আবুল বাশার-সহ সভাপতি,মিজানুর রহমান -সহসভাপতি,শফিকুর রহমান-সাধারণ সম্পাদক,শামীম মিয়া-সহ সাধারণ সম্পাদক,মোজাফফর হোসাইন কোষাধ্যক্ষ, শাহানারাজামান-সমাজ কল্যান সম্পাদক,মোঃশরিফুল ইসলাম-অফিস এবং পাবলিশিটি সম্পাদক,মোঃপাশা মিয়া-পরিচালক,হুমায়ুনকবির-পরিচালক,রিমা খাতুন -পরিচালক।

সভায় জানানো হয়,সংগঠনের ফান্ড থেকে পার্কচেস্টারের ৫ মেট্রোপলিটান ওভালে দুই বেডরুমের একটি কন্ডোমিনিয়াম ক্রয় করাহয়েছে।এবছরের সামারে নিউইয়র্ক সিটির কাছাকাছি এলাকায় সদস্যদের বাড়ী নির্মানের জন্য খালি জায়গা ক্রয় করার জন্যসিদ্ধান্ত গ্রহন করা হয়। বিগত কমিটির কমিটির কর্মকান্ডে উপস্হিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে আগত সবাইকে খলিলের মজাদার ইফতারি এবং ডিনারে আপ্যায়িত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877