সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে গাড়ি চুরি রোধে পুলিশের হুঁশিয়ারি

নিউইয়র্কে গাড়ি চুরি রোধে পুলিশের হুঁশিয়ারি

স্বদেশ ডেস্ক:

কিশোরদের কিয়া ও হুন্ডাই গাড়ি চুরি করতে উৎসাহ প্রদানে ‘বিপজ্জনক’ টিকটক প্রবণতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে নিউইয়র্ক পুলিশ।

যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় সৃষ্টিকারী ‘কিয়া বয়েজ টিকটক চ্যালেঞ্জ’ এখন নিউইয়র্কেও আলোড়ন সৃষ্টি করেছে।

পুলিশ কমিশনার কিচান্ট সেওয়েল মেয়র এরিক অ্যাডামসের সাথে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গত বছর থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে কিয়া ও হুন্ডাই মডেলের গাড়ি কত সহজে ও দ্রুত চুরি করা যায়, তা দেখা যাচ্ছে।’

তিনি বলেন, ‘এর ফলে পুলিশ সমস্যাটি মোকাবেলায় জনসাধারণকে প্রশিক্ষিত করছে, এর সমাধানের উপায় সম্পর্কে ধারণা দিচ্ছে।’

নিউইয়র্ক পুলিশের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে পাঁচটি বরো থেকে ২১টি হুন্ডাই এবং সাতটি কিয়া গাড়ি চুরি হয়েছে। কিন্তু ডিসেম্বরে চুরি অনেক বেড়ে যায়। এ সময় ১০৪টি হুন্ডাই ও ৯৯টি কিয়া গাড়ি চুরি হয়।

সার্বিকভাবেই গাড়ি চুরির প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেছে। ২০২১ সালে যেখানে গাড়ি চুরি হয়েছে ১০,৪১২টি। অথচ গত বছর হয়েছে ১৩,৭৪৫টি। বৃদ্ধির হার ৩২ ভাগ।

চলতি বছর এ পর্যন্ত ৩,০৪৬টি গাড়ি চুরি হয়েছে। গত বছর একই সময়ে হয়েছিল ২,৮৬৯টি। গাড়ি চুরি বাড়ার জন্য নগর কর্মকর্তারা টিকটককে দায়ী করছেন।

অবশ্য সমস্যাটি কেবল নিউইয়র্কের নয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানেও সমস্যাটি দেখা যাচ্ছে।

সাংবাদিকদের মেয়র অ্যাডামস বলেন, চোরাই গাড়ি দুর্ঘটনায় ব্যবহৃত হতে পারে। এতে লোকজন হতাহত হতে পারে। চোরাই গাড়ি ডাকাতি কিংবা অন্য কোনো অপরাধে ব্যবহৃত হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877