স্বদেশ ডেস্ক:
সঙ্গীহীন তথা একা থাকা যে কারো জন্যই কষ্টকর ব্যাপার। কিন্তু তার ওপর যদি এ তথ্য জানা যায় যে একাদের জন্য নিউইয়র্ক সিটি হলো সবচেয়ে ব্যয়বহুল স্থান, তখন নিঃসঙ্গতা আরো পীড়াদায়কই হতে পারে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জিলোর নতুন সমীক্ষা অনুযায়ী, নিউইয়র্কের সকল বরোতেই এক বেডরুমের জন্য সিঙ্গেলদের তুলনামূলক বেশি। তাদেরকে এ জন্য বছরে গড়ে দিতে হয় সাড়ে ১৯ হাজার ডলার। আর সবচেয়ে মূল্যবান বরো ম্যানহাটানে এই ব্যয় বেড়ে হয় ২৪ হাজার ডলার।আর ব্যয়বহুল নগরী হিসেবে পরিচিত সান ফ্রানসিসকোর অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে। সেখানে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের ব্যয় করতে হয় ১৪ হাজার ডলার।অন্য দিকে নিউইয়র্ক সিটিতে একসাথে থাকা পার্টনাররা বছরে গড়ে ৩৯ হাজার ডলার বাঁচাতে পারে।আর যুক্তরাষ্ট্রের মধ্যে ডেট্রোয়ট ও ক্লিভল্যান্ডকে সিঙ্গেল ট্যাক্স সবচেয়ে কম : যথাক্রমে ৪,৪৮৩ ডলার ও ৪,৩৮৭ ডলার অবশ্য একা থাকার মধ্যে লাভও আছে। জিলো তাদের প্রতিবেদনে বলেছে, একা থাকলে ‘আপনাকে বাথরুম শেয়ার করতে হয় না, যতক্ষণ ইচ্ছা টিভিতে পছন্দের অনুষ্ঠান দেখতে পারেন, নোংরা ডিশগুলো যতক্ষণ ইচ্ছা ফেলে রাখতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। তবে এসব স্বাধীনতার দাম আছে।’ প্রতিবেদনে বলা হয়, সিঙ্গলের ব্যয় কমতে থাকলেও তা এক বছর আগের তুলনায় অনেক বেশি জাতয়ভাবে গড়পড়তা মানের এক বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য সিঙ্গেলদের বছরে প্রায় সাত হাজার ডলার অতিরিক্ত দিতে হয়।