মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

বাখমুতের কাছে পরিস্থিতি ‘কঠিন’ : ইউক্রেন

বাখমুতের কাছে পরিস্থিতি ‘কঠিন’ : ইউক্রেন

স্বদেশ ডেস্ক:

ইউক্রেন সোমবার বলেছে, রুশ বাহিনী বাখমুতের উত্তরে ‘তীব্র গোলাবর্ষণ এবং হামলার পদক্ষেপ’ নিয়েছে।

বাখমুত ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলে অবস্থিত। এলাকাটি দখলের জন্য রাশিয়ার সাথে ইউক্রেনের কয়েক মাস ধরে প্রচণ্ড লড়াই হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় তাদের দৈনিক প্রতিবেদনে বলেছে, বাখমুতের ঠিক উত্তরে পারসকোভিভকা গ্রামের পরিস্থিতি ‘কঠিন’ ছিল।

ইউক্রেনের সামরিক বাহিনী বাখমুত এলাকায় ১৬টি বসতিতে রাশিয়ার আর্টিলারি এবং ট্যাংক হামলার কথা জানিয়েছে।

রোববার রাশিয়ার আধাসামরিক গোষ্ঠী ওয়াগনারের প্রধান দাবি করেছেন, তারা ক্রাসনা হোরা নামের একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

রোববার রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে শ্রমিকদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

জেলেন্সকি বলেন, বেশিরভাগ মানুষকে শনিবার এবং রোববার খুব বেশি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়নি।

‘আমাদের উপলব্ধি করতে হবে, জ্বালানি ক্ষেত্রে এটি এখনো নিষ্পত্তিমূলক বিজয় নয়। দুর্ভাগ্যবশত, রাশিয়া নতুন করে হামলা করতে পারে। যদি আরো ধ্বংস বা খরচ বৃদ্ধি পায় তাহলে নতুন বিধিনিষেধ আরোপ করা হতে পারে।’

জেলেন্সকি বলেন, সোমবার অফিস শুরু হলে নির্ধারিত বিদ্যুৎ বিভ্রাট আবারো হবে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877