বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

আমেরিকানদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ কিসের ইঙ্গিত?

আমেরিকানদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ কিসের ইঙ্গিত?

স্বদেশ ডেস্ক:

বাইডেন প্রশাসন আমেরিকানদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে। পেন্টাগনের এমন সিদ্ধান্তে অন্য কোনো ইঙ্গিত থাকতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকদের কেউ কেউ।

তবে এর জন্য রাশিয়ায় অবস্থিত আমেরিকান দূতাবাস রাশিয়ার ‘প্রতিহিংসা’কে দায়ি করেছে। এক বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, ‘কোনো কারণ ছাড়াই রাশিয়া আমেরিকান নাগরিকদের আটক করছে। তাই রাশিয়ায় পড়াশোনা বা কাজের সন্ধানে থাকা মানুষকে দ্রুত দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

এ ব্যাপারে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করে রাশিয়া বলেছে, আমেরিকার সহায়তার কারণেই ইউক্রেন যুদ্ধ প্রলম্বিত হচ্ছে। এখন আবার রাশিয়ার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেয়ার জন্য দেশের নাগরিকদের আগাম সতর্ক করতে চাইছে আমেরিকা।

উল্লেখ্য, ২০২১ সালে ইউক্রেনের ন্যাটোয় অন্তর্ভুক্তি নিয়ে বিরোধের জেরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই ইউক্রেনকে অস্ত্র ও রসদ সরবরাহ থেকে শুরু করে নানা সহায়তা দিয়ে আসছে আমেরিকা ও ইউরোপের অধিকাংশ দেশ। রাশিয়াকে ‘যুদ্ধবাজ’ অভিযুক্ত করে তাদের তেল কেনায়ও নিষেধাজ্ঞা জারি করে তারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877