শনিবার, ১১ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এ বছর হচ্ছে না বিপিএল!

এ বছর হচ্ছে না বিপিএল!

স্পোর্টস ডেস্ক: সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্যস্ততা শুরু হয়ে গেছে দলগুলোর। ঘটা করে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল রংপুর রাইডার্স। এ নিয়ে অনেক নাটক হয়েছে। দল বদল করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। বিপিএল গর্ভনিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে মঙ্গলবার বোমা ফাটালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বছর বিপিএলের সপ্তম আসর হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন তিনি। শেখ কামাল ক্লাব কাপের আয়োজক কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘এক বছরে দুই আসর আয়োজন সম্ভব না।’

সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত না থাকলেও আ হ ম মুস্তফা কামাল বিসিবির সাবেক সভাপতি এবং বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তার দলসহ পুরোনো পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ৬ ডিসেম্বর বিপিএলের সপ্তম আসর শুরুর সময়ও নির্ধারণ করেছে বোর্ড। কিন্তু অর্থমন্ত্রী মনে করেন, একই বছরে অলাভজনক এই টুর্নামেন্ট দুবার আয়োজনের যৌক্তিকতা নেই।

কিছুদিন আগে কুমিল্লার স্বত্বাধিকারী নাফিসা কামাল জানিয়েছিলেন, বিপিএলে লভ্যাংশ বণ্টন জরুরি। তার দাবি, বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য মোটেই লাভজনক নয় রীতিমতো ‘লস প্রজেক্ট’। তিনি আগামী বছর কুমিল্লাকে বিপিএলে রাখবেন কি না-সে শঙ্কার কথাও জানান।

নাফিসা কামাল বলেন, ‘রেভিনিউ শেয়ারিং মানে আমরা বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বলছি, পারশিয়ালি গ্রাউন্ড রাইটস বা টিকিট রাইটস আমাদের অংশীদার করতে হবে। কীভাবে বিক্রি করব সেটা আমাদের দায়িত্ব।’

এদিকে, এবারের মৌসুমে বিপিএলে সাত দল থেকে আট দলের টুর্নামেন্ট হতে চলেছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের সপ্তম আসরটি এবার আট দল নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিপিএলে পরিচালনা কমিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877