স্বদেশ ডেস্ক: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৯ ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত ৪৮ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। এসব রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে গত ২০ জুলাই হতে ১৯৪১ জনেরও অধিক ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হলো ফরিদপুরে। যাদের মধ্যে সাত জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে জেলা সদর ও বিভিন্ন উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ২৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। নতুন এসব রোগীসহ বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৫০জন ডেঙ্গু রোগী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসেবে শিশুসহ এ পর্যন্ত ৭জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।